কুমিল্লার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো ভাসমান একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না হলেও এটি কুমিল্লার বাঙ্গরাবাজার থানার বাসিন্দা অটোরিকশা চালক সায়মনের লাশ বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, আলেখারচর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন সায়মন। প্রায় ১৫দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি।
কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে গেছে বলে আমরা ধারণা করছি।
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Last Updated on December 11, 2024 8:36 pm by প্রতি সময়