কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলা বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের আবদুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই এলাকার মৃত সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), মৃত এছাক ভুইয়ার ছেলে ইলিয়াছ ভুইয়া (৫৮), স্থানীয় মসজিদের ইমাম আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর সদরের মইশাদী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ (১৯)।
রোববার আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে সারা গ্রাম ঘুরিয়ে লাঞ্ছিত করে একদল লোক। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করে। সন্ধ্যার পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আবদুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি।
এ ঘটনার জন্য মুক্তিযোদ্ধা কানুর পরিবার স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্যদের দায়ী করলেও দলটি নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। অবশ্য সোমবার দলটি তাদের দুই সমর্থক আবুল হাশেম ও অহিদুর রহমানকে সংগঠনের পেডে বহিষ্কার করার কথা জানায়।
তবে বহিষ্কৃত ওই দুই সমর্থকে পুলিশ আটক করতে পারেনি।
চৌদ্দগ্রাম থানার ওসি আক্তার উজ জামান বিকাল ৪টার দিকে সাংবাদিকদের বলেন, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রধান দুই অভিযুক্ত আত্মগোপনে চলে যান। যার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশ মোতাবেক ভিডিও দেখে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু আজকে (মঙ্গলবার) মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি মামলা করলে আটকদের ওই মামলা গ্রেফতার দেখানো হবে।
Last Updated on December 24, 2024 10:03 pm by প্রতি সময়