জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলাকারী বিপ্লব চন্দ্র দাশকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে। আটক বিপ্লব চন্দ্র দাশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি।
বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, ২০১৬ সালের ১ আগস্ট নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর করার অভিযোগ রয়েছে বিপ্লব চন্দ্র দাশের বিরুদ্ধে।
Last Updated on December 25, 2024 10:14 pm by প্রতি সময়