কুমিল্লার দাউদকান্দিতে ফেরি করে পরোটা বিক্রেতা শাহাদাতের লাশ উদ্ধারের ৬ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূলহোতা রনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতার রনি মিয়া চাঁদপুর জেলার মতলব উত্তর থানার রামদাসপুর গ্রামের আয়নাল ঢালীর ছেলে। বুধবার সন্ধ্যা ৬টায় নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ৬ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত মুলহোতাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে রনি। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হেলাল উদ্দিন গ্রেফতার রনি মিয়ার বরাত দিয়ে জানান, শাহাদাত এবং রনি মিয়া একসাথেই পরোটা তৈরী করে ফেরি করে বিক্রি করতো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামের আলমাস মিয়ার ছেলে শাহাদাত দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ভিকতলা গ্রামের রাজ্জাক মিয়ার বাড়ীর একটি কক্ষে রনিকে সঙ্গে নিয়ে থাকতো।তারা একই উপজেলার বাসিন্দা।
তদন্ত কর্মকর্তা আরো জানান, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে শাহাদাত রনিকে থাপ্পর দেয়। তখন রনি হাতের কাছে থাকা ইট দিয়ে শাহাদাতের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহাদাত মারা যায়। ওই রাতেই রনি কক্ষটির বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়।
Last Updated on December 26, 2024 7:35 pm by প্রতি সময়