শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন

সাদিক মামুন
  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪২ দেখা হয়েছে
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মু. শফিুল আলম হেলাল। শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়াম।

রিইউনিয়নে (পুনর্মিলনী) ভারতের অন্ধ্র প্রদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ব রেকর্ডকে টপকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠার ৩৭ বছর পর ইবনে তাইমিয়ার সাড়ে ৫ হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রথম দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃহৎ রিইউনিয়ন অনুষ্ঠান করে দেশ-বিদেশে সাড়া ফেলেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লা স্টেডিয়ামে নান্দনিক ও বর্ণাঢ্য আয়োজনে ৫ হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগআপ্লুত ও স্মৃতিরোমন্থনে মেতে ওঠেন। অনুষ্ঠানের বড় পর্দায় বিদেশে অবস্থানরত ইবনে তাইমিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের অনুভূতি প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষকও অংশগ্রহণ করেন।

গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। এসময় তিনি বলেন, এই গ্র্যান্ড রিইউনিয়ন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠানের রিইউনিয়ন রেকর্ডকে পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে। স্কুল ও কলেজ পর্যায়ে কেবল দেশে নয়, বিশে^ও এতোবড় রিইউনিয়ন আগে হয়নি। এটি আমাদের জন্য, বাংলাদেশের জন্য গর্বের বিষয়। ইবনে তাইসিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেশ-বিদেশে মর্যাদার সঙ্গে ছীড়য়ে ছিটিয়ে আছে। এটি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাইমিয়ান্সরা বাংলাদেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

 

অনুষ্ঠান পরিচালনা করেন ইবনে তাইমিয়ার প্রাক্তন ছাত্র এবং রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা ও এডমিন অষ্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ড. আলমগীর হোসেন রিপন। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এবং শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা, র‌্যাফল ড্র ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

 


উল্লেখ্য, বর্তমানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়নের রেকর্ডটি রয়েছে ভারতের ভাস্যম এডুকেশনাল ইনস্টিটিউশন্স (গুন্টুর, অন্ধ্রপ্রদেশ) এর নামে। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর, এই রিইউনিয়নে ৪হাজার ২৬৮জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এটি গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয় এবং বিশ্বের বৃহত্তম রিইউনিয়নের রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু ২০২৫ সালে এসে ভারতের ওই প্রতিষ্ঠানের রিইউনিয়নের রেকর্ড পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের আজকের (১০ জানুয়ারি) গ্র্যান্ড রিইউনিয়ন। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই রিইউনিয়নে ইবনে তাইমিয়ার ৫হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেয়।

Last Updated on January 10, 2025 6:45 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102