কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবের বর্ণাঢ্য আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণ এবং কুমিল্লা স্টেশন ক্লাবে বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মামনুন রহমান।
পুনর্মিলনীর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, শুভেচ্ছাকথন, মিট অ্যান্ড গ্রিট সেশন, খেলাধূলা, বিনোদন, সুস্বাদু খাবার ও রিফ্রেশমেন্ট, শিক্ষকদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রুপ ফটো সেশন।
সকাল ৮টা থেকে সাবেক শিক্ষার্থীরা তাদের ছোটবেলার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখতে শুরু করে। ছোটবেলার স্কুলসাথীদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্মৃতি রোমন্থনে নস্টালজিয়ায় ফিরে যান। স্কুলের অনেক প্রবীণ শিক্ষকও এই পুনর্মিলনীতে অংশ নেন। এসময় সাবেক শিক্ষার্থীরা শিক্ষকের পা ছুঁয়ে আশীর্বাদ, কেউবা জড়িয়ে ধরে রাখেন।
সকাল সাড়ে নটায় স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ করে স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানেই শুরু হয় ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী জমজমাট আয়োজন।
এই আয়োজনের উদ্বোধন শেষে শুভেচ্ছাকথনে বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা ডা. আবু আইউব হামিদ, আয়োজক কমিটির উপদেষ্টা জেলা পিপি মো. কাইমুল হক রিংকু, মাসুক আলতাফ চৌধুরী, প্রদীপ কুমার রাহা ও জামিল আহমেদ খন্দকার, আজম খান নোমানসহ অন্যরা অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী লিওবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য দেন।
ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর দায়িত্বশীলরা জানান, এই পুনর্মিলনীর মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুরনো স্মৃতিগুলোকে পুনর্জীবিত করা এবং হারিয়ে যাওয়া বন্ধুদের পুনরায় সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ঐতিহ্যবাহী এই স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওএলএফ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড রিইউনিয়নে সাবেক শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে।
Last Updated on February 8, 2025 2:59 am by প্রতি সময়