শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামি চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ দেখা হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী মো. আতিক (১৯) হত্যা মামলার আসামি মো. জয়নাল আবেদীন (৪৯) কে আটক করেছে র‌্যাব। আটক জয়নাল আবেদীন চৌদ্দগ্রাম পৌরসভাধিন সোনাকাটিয়ার (আদর্শ গ্রাম) মৃত জুনাব আলীর ছেলে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খাঁন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মাহমুদুল হাসান।

 

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধিন সোনাকাটিয়া (আদর্শগ্রাম) মধ্যমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ৮ ফ্রেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষার্থী মো. আতিক (১৯) নিহত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, আতিকের বন্ধু সজীবের সাথে স্থানীয় প্রবাসী জনৈক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং গত অক্টোবর মাসে তারা পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে মেয়ের মা আতিকের বন্ধু সজীব সহ দশজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করে।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে কয়েকজন ব্যক্তি ঘটনার দিন রাতে সোনাকাটিয়া মধ্যমপাড়া সাকিনস্থ মোতালেব কনফেকশনারী নামীয় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এসএসসি পরীক্ষার্থী মো. আতিককে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আতিককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে আতিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ বিএনটেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই গত শনিবার (৮ ফেব্রুয়ারি) ভিকটিম আতিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এ ঘটনায় আতিকের পিতা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে।

র‌্যাব আরও জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকান্ডে জড়িত আসামিদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এরই প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মো. জয়নাল আবেদীন (৪৯) এর অবস্থান চট্টগ্রামে শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের অভিযানে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এ কে খাঁন বাসস্ট্যান্ড এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী মো. জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জয়নাল আতিক হত্যার সাথে সম্পৃক্ততার তথ্য প্রদান করেছে। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Last Updated on February 15, 2025 3:29 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102