ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও মুরাদনগর বিএনপি’র নেতা কর্মীরা সাহস হারাইনি। আওয়ামী লীগের ওই দুঃশাসনের সময়টিতে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশে মুরাদনগর বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলো। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করেছে।ইনশাআল্লাহ, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে মুরাদনগর থেকে ৬ষ্ঠ বারের মতো তিনি এমপি নির্বাচিত হবেন। আর এ লক্ষ্যকে সামনে রেখে মুরাদনগর বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। কোন ষড়যন্ত্র আমাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারবে না।
শুক্রবার (১৪ মার্চ) রোজাদারদের সম্মানে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া, সজল খান ও রাকিব রতন।
ইফতার মাহফিলে শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক। শ্রীকাইল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ.সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু।
এ সময় উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন,কৃষকদল নেতা মাহবুব হাসান মালুসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on March 14, 2025 11:47 pm by প্রতি সময়