কুমিল্লা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িতদের বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (৩১ মে) দুপুরে কুমিল্লা শহরতলীর আলেখারচর এলাকায় মেডিসিন কমপ্লেক্স অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, কুমিল্লার নেতারা। সংবাদ সম্মেলন শেষে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোটা অংকের টাকা লেনদেনের বিনিময়ে আওয়ামীপন্থী মেডিসিন ব্যবসায়িরা কমিটিতে স্থান পেয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন কমিটির সহ-সভাপতি মোরশেদুল হক খোকন অভিযোগ করেন, কেন্দ্রিয়ভাবে ঘোষিত নতুন কমিটিতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত এবং আর্থিক যোগানদাতা আটজনকে রাখা হয়েছে। নতুন কমিটির সভাপতি মো. আব্দুল আলীম ভূইয়া স্থানীয় আওয়ামী লীগের পৃষ্ঠপোষক।
সংবাদ সম্মেলনে নতুন কমিটিতে স্থান পাওয়া মো.আব্দুল আলীম ভূইয়া, মো. নুরুল আলম চৌধুরী, এ.কে.এম মোস্তাফিজুর রহমান শাহজাহান, এনায়েত উল্লাহ, মো. শামীম, ধনঞ্জয় কুমার দত্ত, নিখীল চন্দ্র দত্ত ও প্রহল্লাদ চন্দ্র দত্তকে আওয়ামীপন্থী উল্লেখ করে তাদের বাদ দিয়ে নতুন করে কমিটি ঘোষণার দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে মেডিসিন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক শিল্পী ও রুবেল সহ কুমিল্লা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Last Updated on May 31, 2025 7:25 pm by প্রতি সময়