বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মুরাদনগরে ধর্ষণ মামলার আসামি ফজর আলীর নানা অপকর্ম ও কুকীর্তি বেরিয়ে আসছে

সাদিক মামুন
  • আপডেট টাইম বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৪ দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামের বাসিন্দা ফজর আলীর নানা অপকর্ম ও কুকীর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ওই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসীর স্ত্রীর ঘরে জোরপূর্রক প্রবেশ করার পর ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের হাতে বেধড়ক প্রহারের শিকার হোন ফজর আলী। এসময় ওই নারীও নির্যাতনের এবং বিবস্ত্র ভিডিওধারণের শিকার হোন। পরদিন শুক্রবার মুরাদনগর থানায় ওই নারী ফজর আলীকে প্রধান আসামি করে ধর্ষণের অভিযোগ এনে মামলা মামলা করেন। এর আগে বৃহস্পতিবার রাতেই আহত অবস্থায় পালিয়ে যায় ফজর আলী। শনিবার রাতে রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে অপজর আলীকে গ্রেফতার করে পুলিশ। তাকে প্রথমে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন ফজর আলী।

বুধবার মুরাদনগরের বাহেরচর গ্রামে ফজর আলীর বিষয়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, সে কোন রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, বরং মাদক, জুয়া ও সুদের ব্যবসায়ী হিসেবে গ্রামে তার পরিচিতি রয়েছে। এছাড়াও রামচন্দ্রপুর ইউনিয়নে নারীলোভী ও বদস্বভাবের লোক হিসেবেও তার পরিচিতি রয়েছে। গ্রেফতারের পর থেকে কেউ তাকে আওয়ামী লীগ আবার কেউ বিএনপির লোক বলে প্রচার করলেও কোন দলেই তার পদবী তো দূরের কথা, দলে সাধারণ সদস্য পদ থাকার তথ্য পাওয়া যায়নি। তবে এলাকার লোকজন তাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছেন। কেননা, আওয়ামী লীগের শাসনামলে তাকে ওইদলের মিছিল মিটিংয়ে দেখা গেছে। আবার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির কোন কোন রাজনৈতিক কর্মসূচিতে ফজর আলীর উপস্থিতি মিলেছে। আর ওই দলের দুই দলের রাজনৈতিক কর্মকান্ডে ফজর আলীর উপস্থিতির বেশ কিছু ছবি ইতিমধ্যে ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ফলে ঘটনার পর থেকেই ধর্ষণ মামলার আসামি ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে মুরাদনগরে নোংরা পরিবেশ তৈরি হচ্ছে বলে স্থানীয় লোকজন মত পোষণ করেন।

তবে ফজর আলীর গ্রেফতার ও তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টানাহেঁচড়া চলছিল তখনই বিএনপির পক্ষ থেকে দলটির ভাইস চেয়ারম্যান মুাদনগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ গণমাধ্যমে একটি বিবতি দেন। ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অপরাধী যে দলেরই হোক বা, তার রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাকে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। তার বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের অনেকেই জানান, ফজর আলী আপাদমস্তক সুবিধাবাদী প্রকৃতির লোক। আগে এলাকার লোকজনকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে তাঁর ছবি দেখাতো মোবাইল ফোনে। আর এসব করেই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সে এলাকায় মদ ও জুয়ার আসর চালাতো। ফজর আলীর সঙ্গে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের ঘনিষ্ঠতা রয়েছে। ওই চেয়ারম্যানের বডিগার্ড হিসেবেও তার পরিচিতি ছিল। বিভিন্ন গরিব পরিবারকে সুদে টাকা দিতো ফজর আলী। এরপর ওইসব পরিবারে টাকা আনার নামে যাতায়াত করতো এবং ওই পরিবারের নারীদের প্রতি লোলুপ দৃষ্টি ফেলতো। এভাবে সে এলাকায় অপকর্ম করে বেড়াত। ৫ আগস্টের পর ফজর আলী আওয়ামী বোল পাল্টিয়ে এলাকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চলাচল শুরু করে এবং গত প্রায় ১০ মাস ধরে নিজেকে বিএনপির লোক বলে জাহিরের চেষ্টা চালিয়েছে। সে সুবিধেবাদী ও খারাপ প্রকৃতির, তাই তাঁর দলীয় পরিচয় নিয়ে এলাকার লোকজন ওইব আমলে নিতো না।

স্থানীয় লোকজন জানান, ফজর আলীর আপন ছোট ভাই শাহপরাণের সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে তাঁর। ওই নারীর পরিবারকে সুদের ওপর টাকা ঋণ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফজর আলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। ফজর আলীর ছোট ভাই বিষয়টি জানতে পেরে বেশ কিছুদিন আগে ওই নারী স্বামীর বাড়ি হোমনা থেকে মুরাদনগরে বাপের বাড়ি এলে শাহপরাণ ওই নারীর ঘরে গিয়ে তার ভাইয়ের বিষয় নিয়ে তর্কে জড়ায় এবং ওই নারীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘরের মেঝেতে আছড়ে ফেলে। পরে এই বিষয়টি ফজর আলীকে জানায় ওই নারী। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় এবং ফজর আলী শাহপরাণকে মারধর করে।

ঘটনার রাতে ওই নারীর ঘরে ফজর আলী ঢোকার পর শাহপরাণ আগ থেকে ম্যাসেজ দিয়ে রাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মুহাম্মদ আলী সুমন, অনিকসহ অন্যদের ডেকে আনেন এবং ওই নারীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দুইজনকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে। যা পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়ে টানাহ্যাাঁচড়ার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘পুলিশের খাতায় অপরাধীদের পরিচয় কেবলই অপরাধী। আমরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোন অপরাধীর রাজনৈতিক পরিচয় নিয়ে মোটেই ভাবছি না, এবং গুরুত্বও দিচ্ছিনা। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছি। এ ঘটনায় নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’

Last Updated on July 2, 2025 10:42 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!