কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিল ও দশ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদিরসহ ডিবি পুলিশের একটি দল সোমবার (১৯ এপ্রিল) ভোরে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ সাব্বির হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিন উপজেলার দরি বটগ্রাম গ্রামের সোলেমানের পুত্র।
এদিকে পুলিশ পরিদর্শক মোঃ মঞ্জুর কাদের ভূইয়ার নেতৃত্বে এস আই শাহিন কাদিরসহ ডিবি পুলিশের দলটি সদর দক্ষিন উপজেলার রামপুর রাস্তার মাথা অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ আনিসুর রহমান ও মোহাম্মদ মাইনুদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আনিসুর রহমান কুমিল্লার দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের হারুন-অর-রশিদের পুত্র এবং মাইনুদ্দিন একই উপজেলার দয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Last Updated on April 19, 2021 7:24 pm by প্রতি সময়