কুমিল্লায় ফরমালিন মেশানো ১টন আম ধ্বংস করেছে ভাম্যমান আদালত। শনিবার বিকেল ৫টায় কুমিল্লা বৃহৎ নিমসার বাজারে অভিযান চালিয়ে ফরমালিন ও ক্যামিকেল মিশ্রিত কাঁচা আম জব্দ করা হয়। পরে আমগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।
আমগুলো পাইকাররা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে। অপরিপক্ক আমগুলোতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে পাঁকানো হচ্ছিল।
সরকারি নির্দেশনা অনুযায়ি আগামি ২১ মেে থেকে আম বাজারজাত করার সিদ্ধান্ত রয়েছে। একটি অসাধু মহল এর আগেই অপরিপক্ক আম সংগ্রহ করে ক্যামিকেল মিশিয়ে বাজারে অধিক দামে বিক্রি করছে।
ক্ষতিকারক রাসায়নিক ও ফরমালি মিশ্রিত আম কুমিল্লা নিমসার বাজারে মজুদ রয়েছে এমন খবরে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযান করে বেশ কয়েকটি আড়তে রাসায়নিক মিশ্রিত আমের মজুদ পাওয়া যায়। পরে আমগুলো পরিক্ষা করে ফরমালিন ও ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পেয়ে প্রায় ১টন আম প্রকাশে ধ্কবংসরা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিন জানান, কুমিল্লা নিমসার বাজারে কেমিক্যাল মিশিয়ে পাকানো ১ টন কাঁচা আম ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on May 2, 2021 11:34 am by প্রতি সময়