ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবায়েত আফরোজ সেঁজুতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা টু সাতেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেঁজুতি ভালুকা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন মাস্টারের মেয়ে। সে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, চাচি মারা যাওয়ার খবর পেয়ে মা-বাবার সঙ্গে সাতেঙ্গা গ্রামের বাড়িতে যায় সেঁজুতি। পরে সেখান থেকে মায়ের সঙ্গে ভালুকা ফেরার পথে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Last Updated on May 6, 2021 8:18 pm by প্রতি সময়