এক কলেজ ছাএীর ছবি ও নাম দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে তাকে হুমকি দেয়ার অভিযোগে গাজীপুরে পুলিশ এক প্রতারক যুবককে গ্রেফতার করেছে।
জানা গেছে,`পুলিশ সাইবার সাপোর্ট উইমেন’ নামের ফেইসবুক পেজে ওই ছাত্রীর অভিযোগের পর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) গ্রেফতারকৃত প্রতারক যুকবকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃত যুবক মোঃ. জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিম (২১) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুনিয়ারী কান্দার মো. আলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কোরআনে হাফেজ এই যুবক টঙ্গী পশ্চিম থানার খরতৈল ব্যাংকপাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে ছাত্র পড়াতেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 22, 2021 8:14 pm by প্রতি সময়