কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও মুরাদনগর আসনের সংসদ সদস্য (এমপি) ইউসুফ আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে সফলতার নতুন পথ দেখিয়েছেন। বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। আমাদেরকে মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করেছেন।
এমপি ইউসুফ হারুন বলেন, আওয়ামী লীগ শুধু দেশের পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, এটি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক ভাবাদর্শের মূলধারাও।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কৃষক লীগ নেতা হেলাল চৌধুরী, আশরাফ মেম্বার, কামাল খন্দকার, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগ নেতা রাজিব মুন্সী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ নাহিদ, মোঃ হাসান, আবিদ আলী, মোঃ সেলিম, হাফিজ খান, কামরুল হাসান, বাদশাহ প্রমূখ।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 23, 2021 8:57 pm by প্রতি সময়