কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হলেন আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান।
শুক্রবার (২৫ জুন) সকাল ১০টায় কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, গত ২০ জুন জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন বুধবার ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে জসিম উদ্দিনের আবেদন গ্রহন করে এই আসনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত অ্যাডভোকেট আবুল হাশেম খানকে রাখা হয়।
বৃহস্পতিবার (২৪ জুন) প্রতিক বরাদ্দের দিন একক প্রার্থী হিসেবে নৌকা প্রতিকের অ্যাডভোকেট আবুল হাসেম খানকে কুমিল্লা-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে পরবর্র্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আরো বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর কাছে পত্র প্রেরণের মাধ্যমে প্রার্থীকে তার জয়ের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে বিজয়ী হওয়ার পর অ্যাডভোকেট আবুল হাশেম খান বলেন, আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি। যিনি আমার প্রতি বিশ্বাস রেখেছেন।
Last Updated on June 25, 2021 11:46 pm by প্রতি সময়