কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবা (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই এবিএম গোলাম কিবরিয়া ও এস আই শরীফুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার সদর উপজেলার কুতুবদিয়া পাড়ার আমানুল্লাহর ছেলে মোহাম্মদ করিম (২১) ও একই এলাকার নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম (২০)।
ছত্রখিল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরিফ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান স্যারের নির্দেশনায় চাঁনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযানপরিচালনাকালে দুই জনকে ৬ কেজি গাঁজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 29, 2021 8:53 pm by প্রতি সময়