সপ্তম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার কছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হওয়ার পর রবিবার (৪জুলাই) অভিযুক্ত যুবক মো. নুর আলমকে (৩০) পুলিশ গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৫ জুলাই) সকালে আসামীকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার যুবক নুর আলম কুমিল্লার ব্রা্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের জামতলী গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ওই ছাত্রী গত ১৯ জুন স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসার পথে নুর আলম কথা আছে বলে তাকে ডেকে নিয়ে তার বাড়ীর পাশের পরিত্যক্ত ঘরে জোরপূর্বক ধর্ষন করে এবং ভিডিও ধারণ করে। এঘটনা কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয় ওই ছাত্রীকে।
কয়েকদিন পরে ওই স্কুল ছাত্রী বিষয়টি তার মা ও বোনকে জানালে তা্রা এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে বিচার দাবী করেন। কিন্তু গ্রামের বিচারকরা ঘটনাটির কোন সুরাহা করে দিতে পারেননি।
অবশেষে রবিবার (৪ জুলাই) ওই স্কুল ছাত্রীর বাবা বিষয়টি থানা পুলিশকে জানান এবং তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে ওই দিনই এসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযুক্ত ফুল মিয়ার ছেলে মোঃ নুর আলমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 5, 2021 9:04 pm by প্রতি সময়