ছবি: নগরীর গর্জনখোলা মদিনাতুন জামে মসজিদে ঈদের জামাত শেষে মুনাজাত।।
আত্মোৎসর্গের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় শনিবার কুমিল্লাতেও উদযাপিত হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
করোনা ভাইরাসের কারণে ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত কোথাও অনুষ্ঠিত না হলেও প্রতিটি জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লীরা আদায় করেছেন ঈদুল আজহার নামাজ।
মসজিদগুলোতে নামাজ শেষে মুনাজাতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে হেফাজত, বন্যা দুর্গত মানুষের জানমাল রক্ষা এবং মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে ঈদের নামাজ শেষে শুরু হয় কোরবানীর পশু জবাইয়ের পর্ব। নগরীর বিভিন্ন এলাকায় কিশোর, তরুণ, যুবকদেরকে দলবেঁধে পশু জবাইয়ের কাজে সহযোগিতা করতে দেখা গেছে। জবাই শেষে কুরবানীদাতাদের বাড়িতে গরু-ছাগল কাটাকুটিতে চলে ব্যস্ততা।
কুরবানী ঘিরে কুমিল্লার যৌথ পরিবারগুলোতে ছিল আনন্দের বন্যা। এসব পরিবারের অনেকেই দূর-দূরান্তে চাকরি করেন। ঈদুল আজহা এলেই তারা বাড়িতে ফিরে আসে। আপন সহোদর বা চাচা জেঠাদের সঙ্গে শরীকে পশু কোরবানী দিয়ে বাপ-দাদাদের পুরানো স্মৃতি রোমন্থন করেছেন পশু কাটাকুটির সময়ে।
তারপর বেলা সাড়ে ১২টা থেকেই আত্মীয়স্বজন ও গরীবদের মাঝে কোরবানীর গোশত বিতরণ শুরু হয়। ভিক্ষুক, দু:স্থ, গরীব, ছিন্নমূল, অসহায় লোকজন কোরবানী দাতাদের বাড়ি বাড়ি ঘুরে গোশত সংগ্রহ করেছেন।
Last Updated on August 1, 2020 6:42 am by প্রতি সময়