কুমিল্লার মুরাদনগরে ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসন দিনব্যাপি অভিযান চালিয়েছেন। এসময় ৫৬টি মাটি কাটার মেশিন ও মাটি সরবরাহের কাজে ব্যবহৃত ২৬ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
শনিবার (২৭ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের ভিবিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
জানা যায়, মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী কৃষি জমি কিনে তাতে ড্রেজার স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি বিক্রয় করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীর মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু তাতেও সুফল আসছিল না। মেশিন জব্দের কিছুদিন না যেতেই এসব ব্যবসায়ীরা নতুন মেশিন কিনে মাটি কাটার ব্যবসা পুনরায় পরিচালনা করে আসছিল।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, নিয়মিত ড্রেজারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ এ উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান চালান। আজকের (শনিবার) অভিযানে ৫৬টি ড্রেজার মেশিন ও ২৬হজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on November 27, 2021 8:31 pm by প্রতি সময়