গুলশানের ‘ফিরোজা’র পথে খালেদা জিয়া -ফাইলফটো।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ শর্তে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হবে বলে জানা গেছে।
সোমবার (৩ আগষ্ট) একটি অনলাইন গণমাধ্যমের সাথে আলাপকালে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহাবুব উদ্দিন খোকন এ কথা জানান।
অ্যাডভোকেট মাহাবুব উদ্দিন খোকন জানান,করোনা পরিস্থিতির মধ্যে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাই জামিনের মেয়াদ বাড়ানোর জন্য দ্রুত সরকারের কাছে আবেদন করা হবে।
আবেদনের তারিখ চূড়ান্ত না হলেও আবেদন করা হবে এটা নিশ্চিত করেন খালেদার আইনজীবী। তিনি আরও জানান, খালেদা জিয়া বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন,যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয় তখন আশা করছেন বিষয়টি সরকার বিবেচনা করবেন।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষ শর্তে মুক্তি পান।
Last Updated on August 3, 2020 11:37 am by প্রতি সময়