এবারের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিক্ষনের আবেদন গত ৩১ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হয়েছে। আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে আবেদন করা যাবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান- ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা শুধুমাত্র গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক বিষয়সমুহের ফল নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। যেসকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই, সেসব বিষয়ে ফল পুনর্নিক্ষনের আবেদনের সুযোগ নাই।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২১ সনের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে কুমিল্লা শিক্ষাবোর্ড হতে ২লাখ ১৯ হাজার ৭০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন উত্তীর্ণ হয়।
Last Updated on January 2, 2022 3:59 pm by প্রতি সময়