দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাব। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেলে বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।
বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি আ. করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আরমান চৌধুরী রবিন,পৌরসভার সচিব সৈয়দ মো. মনিরুজ্জামান, প্যানেল মেয়র-১ এনামুল হক এমেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন।
বৃহত্তর দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শাহীনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলরদের মধ্যে আ.হক মীর, মো.শামীম মিঞা, সাকিব আহমেদ, সালাউদ্দন সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা বেগম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশায়ারা আক্তার জলি, সাংগঠনিক সম্পাদক আবু কোরাইশ আপেল প্রমুখ।
Last Updated on January 6, 2022 6:49 pm by প্রতি সময়