অনলাইন নিউজপোর্টাল ‘প্রতিসময়’এর শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকের আয়োজনে কুমিল্লার স্বনামধন্য চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও ডা. মল্লিকা বিশ্বাস এর দুইটি অনু কবিতা প্রতিসময় পাঠকের জন্য প্রকাশ করা হলো।
কবিতা সৈনিক অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ পেশায় একজন চিকিৎসক হলেও সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে রয়েছে তার সরব উপস্থিতি। তিনি স্বাস্থ্য বিষয়ক লেখালেখি করেন। আবার কবিতা লিখেন, আবৃত্তিও করেন। বিভিন্ন প্রকাশনা থেকে ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের লেখা বেশ কয়েকটি স্বাস্থ্য বিষয়ক এবং কবিতার বই প্রকাশ হয়েছে। প্রতিবছর একুশে বইমেলায় স্থান পেয়ে থাকে তাঁর লেখা বই। ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ কুমিল্লায় হার্টকেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
অপরদিকে চিকিৎসক পরিচিতির বাইরেও ডা. মল্লিকা বিশ্বাস একজন কবি ও লেখক। তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থও প্রকাশ হয়েছে। প্রতিবছর একুশে বইমেলায় স্থান পেয়ে থাকে মল্লিকা বিশ্বাসের লেখা বই। পেশাগত ব্যস্ততা আবার লেখালেখির মাঝেও তিনি একজন সমাজকর্মী, সৃজনশীল সংগঠক। জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ-কুমিল্লা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। অবসর কাটে কখনো কখনো গান গেয়ে, কখনো গাছ-গাছালির পরিচর্যা, কখনোবা ভিন্ন স্বাদের রেসিপি তৈরিতে। আবার নিজের বাড়ির আঙ্গিনায় সবজিচাষ ও পরিচর্যাতেও সময় দেন।
একলা মানুষ
তৃপ্তীশ চন্দ্র ঘোষ
সব মানুষই একলা মানুষ
পরিবার আর বন্ধু স্বজন
প্রত্যেকেরই ভিন্ন জীবন
বেলা শেষে সবাই যেন
দম ফুরানো রঙ্গিন ফানুস।
প্রভাতরাণী
মল্লিকা বিশ্বাস
প্রাচীর জুড়ে জ্বলে বেগুনি আগুন
সকালেই ফোটে কত মর্নিং গ্লোরি ফুল !
দুপুরেই ফুলগুলো মলিন হয়ে যায়
মানুষের যৌবনও ক্ষণস্থায়ী হায় !
Last Updated on January 7, 2022 6:28 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...