নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়: ছবি-সংগৃহিত।।
এক বুক প্রত্যাশা নিয়ে দেশের মানুষ জাতীয় পার্টির (জাপা) দিকে তাকিয়ে আছে এমন মন্তব্য করে দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষের বিশ্বাস জাতীয় পার্টিই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে দলের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে মানুষের কল্যাণে কাজ করেন গেছেন বলেই তার মৃত্যুর পরও দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
আর এভাবেই জাতীয় পার্টি (জাপা) গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
তিনি নেতাকর্মীদের জাপাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, প্রচার সম্পাদক মসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, সমবেশ মণ্ডল মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য শহিদ হোসেন সেন্টু ও শাহজাহান কবির প্রমুখ।
Last Updated on August 4, 2020 10:30 am by প্রতি সময়