কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭দশমিক ৫%। অপরদিকে করোনায় কোন মৃত্যর খবর মেলেনি জেলায়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন।এরা কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ২১জন হয়েছে।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন মঙ্গলবার বিকেল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১০জানুয়ারী বিকেল থেকে ১১ জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এরমধ্যে শনাক্ত কুমিল্লা সিটিতে ১১জন।
জেলায় এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ১৬৮জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৫জন।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। আর এখন যেহেতু করোনা সংক্রমন ধীরে ধীরে বাড়ছে, তাই আমরা সবাইকে অনুরোধ জানাব স্বাস্থ্য বিধি মেনে চলতে, মাস্ক পরা ও ঘন ঘন হাত ধোওয়া।
Last Updated on January 11, 2022 7:18 pm by প্রতি সময়