তৃতীয় ধাপে গত (২৮ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছে ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।শপথ নেওয়ার পর নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো.কামরুল হাসান চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন।আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে।গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।
ইউনিয়ন পরিষদ জনগণের আশা ও ভরসার স্থল। আপনি সবার জন্য, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে দাউদকান্দির প্রতিটি ইউনিয়নে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন থেকে মো.কামরুজ্জামান শাহীন,গৌরীপুর ইউনিয়ন থেকে নৌকার প্রার্থী মো.নোমান সরকার,নৌকা প্রতীকে গোয়ালমারী ইউনিয়নে আব্দুল মান্নান প্রধান,নৌকার প্রার্থী পাঁচগাছিয়া ইউনিয়নে জামাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে মো.দুলাল সর্দার ,নৌকা প্রতীকে বিটেশ্বর ইউনিয়নে মো.হুমায়ুন ভূঁইয়া।
স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-সুন্দুলপুর মডেল ইউনিয়নের মো.আসলাম মিয়াজী,
জিংলাতলী ইউনিয়ন থেকে মো.আলমগীর হোসেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. লোকমান হোসেন,পদুয়া ইউনিয়ন থেকে মো.মনির হোসেন ,মালিগাঁও ইউনিয়ন থেকে মো.মোস্তাক আহমেদ,মারুকা ইউনিয়নে এস,এম শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল ইসলাম খান প্রমুখ৷
Last Updated on January 13, 2022 8:36 pm by প্রতি সময়