কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪ জানুয়ারী বিকেল থেকে ১৫জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০দশমিক ৩%।
জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে কুমিল্লা সিটিতে ২১জন, লাকসাম ১জন,হোমনা ১জন, নাঙ্গলকোট ১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৫জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন কুমিল্লা সিটিতে ৮জন, হোমনা ৫ জন, দাউদকান্দি ৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৭৪জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন শনিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। আর এখন যেহেতু করোনা সংক্রমন ধীরে ধীরে বাড়ছে, তাই আমরা সবাইকে অনুরোধ জানাব স্বাস্থ্য বিধি মেনে চলতে, মাস্ক পরা ও ঘন ঘন হাত ধোওয়াসহ সকল বিষয়ে সচেতন থাকবেন।
Last Updated on January 15, 2022 9:02 pm by প্রতি সময়