কুমিল্লার দাউদকান্দিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিরপেক্ষ ভূমিকা রাখা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৬জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, শেফালী বেগম, শিউলী আক্তার, যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, হাসানপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- নোমান সরকার, মঈন চৌধুরী, মো.দুলাল সর্দার, সাবেক চেয়ারম্যান নূরে আলম ভূইঁয়া ভুলু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Last Updated on January 16, 2022 6:46 pm by প্রতি সময়