ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় কুমিল্লার মুরাদনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে দুইজন সাধারণ সদস্য (মেম্বার) পদে ও একজন সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে একক প্রার্থী থাকায় রবিবার সকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর উপজেলা নিবার্চন অফিসার।
বিনাভোটে নির্বাচিত মেম্বার প্রার্থীরা হলেন- নবীপুর পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো সদস্য হিসেবে নির্বাচিত হন ফারুক আহম্মেদ, বাবুটিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য হিসেবে নিবার্চিত হন ইকবাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের সংরক্ষিত মহিলা পদে ২নং (৪,৫,৬) ওয়ার্ডে নিবার্চিত হন সানজিদা আক্তার।
মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার জানান, তাঁদের তিনজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মুরাদনগর উপজেলার ২১ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।
Last Updated on January 16, 2022 8:31 pm by প্রতি সময়