*বড় বিপদের আশঙ্কা দেখছে স্বাস্থ্য অধিদপ্তর*" />
কুমিল্লায় করোনা শনাক্তের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্রুত জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। গত সপ্তাহে সিটি এলাকায় শনাক্তের সংখ্যা বেশি লক্ষ্য করা গেলেও সোমবার জেলায় ১৭ উপজেলার মধ্যে ১০ উপজেলায়ই করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২দশমিক ১ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৬জানুয়ারী রবিবার বিকেল থেকে ১৭ জানুয়ারী সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ৬৭ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সারা দেশে করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় বড় বিপদের আশঙ্কা দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের হার দুই সপ্তাহ আগেও সারা দেশে ২ শতাংশের নিচে ছিল। সোমবার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। সেই তুলনায় কুমিল্লায় শনাক্তের হার প্রায় ১২ শতাংশ বেশি। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্রগ্রামের মধ্যেখানে ভারতীয় সীমান্তবর্তী প্রবাসী অধ্যুষিত এ জেলায় আগেও করোনা ভয়াবহ আঘাত হেনেছিল। তৃতীয় ঢেউতে এসেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
কুমিল্লার কৃতি সন্তান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন, ‘আক্রান্তের হার বেড়ে যাওয়া অশুভ ইঙ্গিত। আমরা যদি নিজেদের সংবরণ না করি, এটাকে প্রতিহত করার চেষ্টা শক্তিশালী না করি তবে পরে বিপদের বড় আশঙ্কা আছে।’
জানা যায়, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৩৪৮জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৪৬জন, লাকসাম ০৭জন, চৌদ্দগ্রাম ০১ জন, সদর দক্ষিণ ০২ জন, বুড়িচং ০২জন, বরুড়া ০১জন, মেঘনা ০১ জন, চান্দিনা ০১ জন, লালমাই ০১জন, মনোহরগঞ্জ ০১জন, আর্দশ সদর ০৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন।সোমবার সুস্থ লাকসাম ১০ জন, কুমিল্লা সিটিতে ১০ জন। এনিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৩৮ হাজার ১০৪জন হয়েছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত কুমিল্লায় মারা গেছেন ৯৫৭জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।
Last Updated on January 17, 2022 9:52 pm by প্রতি সময়