কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজিগাঁসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার ভোরে জেলার কোতয়ালী থানাধীন আমলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকরা হলো কুমিল্লার দাউদকান্দি থানার নতুন হাসনাবাদ গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন(৪৬) এবং চৌদ্দগ্রাম থানার বাবুচি আদর্শ গ্রামের মমতাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Last Updated on January 18, 2022 1:15 pm by প্রতি সময়