কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি’র অভিযানে চার মাদক চোরাকারবারী গ্রেফতার এবং সাড়ে চার লক্ষাধিক টাকার ফেন্সিডিল,ইয়াবা,মদ,গাঁজা উদ্ধার করেছে।
শনিবার (৮ আগষ্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী প্রেরিত প্রেসরিলিজে বিষয়টি জানানো হয়।
প্রেসরিলিজে বলা হয়, কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি’র অধীনস্থ বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল অভিযান চালিয়ে কুমিল্লা জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা অরণ্যপুর থেকে ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারী কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মোঃ রাজ দুলালের ছেলে মোঃ মারুফ আহমেদ(৩৫)এবং মীরপুর গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ খলিল মিয়া(৩৬)কে গ্রেফতার করে।
অপর এক অভিযানে বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল সীমান্তবর্তী কুমিল্লা সদরের কটক বাজার এলাকা থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাণি গ্রামের মোঃ কাশেমের মেয়ে রুজিনা কালী (৩০) এবং চান্দিনা উপজেলার বড় কলা গাঁও গ্রামের আমির হোসেনের মেয়ে ফাহিমা আক্তার (১৯) কে গ্রেফতার করা হয়।
এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০ বোতল ফেন্সিডিল, ৭১ বোতল মদ, ৬ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ও মালিকবিহীন উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লাখ ৫২ হাজার ১০০ টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
Last Updated on August 8, 2020 2:31 pm by প্রতি সময়