রোজা হলো মাহে রমজানে অবশ্য পালনীয় ফরজ আমল।যার পুরস্কার স্বয়ং আল্লাহ সোবহানাহু তায়ালা নিজে দেবেন। মানবজীবনে রোজা একজন বান্দার আত্মীক ও শারীরিক কল্যাণের ও উন্নতির গুরুত্বপূর্ণ পন্থা। তদুপরি, আল্লাহ সোবহানাহু তায়ালা তাঁর অপার ক্ষমা, দয়া আর অপরিসীম করুণা দিয়ে রমজান মাসকে বান্দাদের উপহার দিয়েছেন।
রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসের পবিত্রতা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা জানি, ইসলামের প্রতি দেশের প্রত্যেক মুসলমানের অগাধ ভালোবাসা ও নিখাঁদ ভক্তি রয়েছে। গণমাধ্যমের কর্ণধাররা এর ব্যতিক্রম নন। তারা জাতির বিবেক ও মাথাতুল্য।
রমজান মাসে অশ্লীল বিজ্ঞাপন ও ইসলাম পরিপন্থী বিষয়াদী প্রচার থেকে বিরত থাকার মধ্য দিয়ে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।
এছাড়া গণমাধ্যম রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন প্রভৃতি ক্ষেত্রে গণসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। রমজানের গুরুত্ব ও ফজিলত বিষয়ক লেখা বা অনুষ্ঠানের পরিমাণ আরও বাড়ানো যেতে পারে। এর ফলে মানুষের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে।
সকল প্রকার অশ্লীলতার বিরুদ্ধে জনমত গঠনে গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে। ইফতার, সেহেরীসহ রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাদ্যগ্রহণে গণমাধ্যম মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পারে। রমজান মাসের গুরুত্ব ও ফজিলত গণমাধ্যমে প্রচারের ফলে মানুষের মধ্যে যেমন আমলের আগ্রহ বৃদ্ধি পায় তেমনি সরকার ও প্রশাসন প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। এসব দিক থেকে বকা যায়, রমজান মাসের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী।
লেখক : কবি ও সাংবাদিক
Last Updated on April 16, 2022 11:51 pm by প্রতি সময়