ফৌজদারি, দেওয়ানি ও পারিবারিক বিষয়ে বিনা খরচে আইনসেবা, পরামর্শ ও বিকল্প বিরোধ নিস্পত্তির সেবা পেতে গরিব, অসহায়, অস্বচ্ছল বিচারপ্রার্থীর সংখ্যা বেড়েই চলছে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা লিগ্যাল এইড অফিসে।
আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার ব্যবস্থায় প্রবেশে অক্ষম অসহায় জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে লিগ্যাল এইড অফিসগুলো সারাদেশেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুমিল্লায় এ অফিসের কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে।প্রান্তিক অঞ্চলে সংস্থাটির কার্যক্রমের প্রচারণাও বেড়েছে।
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসে সব শ্রেণি-পেশা মানুষের অংশগ্রহণ লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এমন আশাবাদ ব্যক্ত করে এদিন সকাল সাড়ে ৯টায় আদালত প্রাঙ্গণে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ্।
কুমিল্লা লিগ্যাল এইড অফিসে কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন সহকারি জজ পদমর্যাদার এফ এম শেফায়েত ছালাম। সংস্থাটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় দরিদ্র বিচার প্রার্থীরা বিনা খরচে সার্বিক ও যথাযথ আইনি সহায়তার সুফল পাচ্ছেন। এটি সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে জনকল্যাণমুখি ও যুগান্তকারি সফল কার্যক্রম। এধরণের কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি এ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লিগ্যাল এইড কর্মকর্তা এফ এম শেফায়েত ছালাম আরও বলেন, ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। এদিন জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কমিটির সম্মানিত চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের পরামর্শ ও দিক নির্দেশনায় দিবসটি সফলভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
Last Updated on April 27, 2022 4:27 am by প্রতি সময়