ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে একজন আহত হয়েছেন। সদর উপজেলার পাঁচথুবীর সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে ঈদের জামাত শুরুর আগে এ ঘটনা ঘটে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাবাড়ির রুবেল ভূঁইয়া পাশের ঈদ গা মাঠে এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় মাঠে থাকা মুসুল্লিরা দ্বিগবিদ্বিক ছোটাছুটি করে। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে।
ওসি সহিদুর রহমান আরও বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে গেছে। আমরা অভিযান পরিচালনা করছি।
৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, গোলাগুলির ঘটনায় ওই ঈদগা মাঠে একঘণ্টা পর জামাত অনুষ্ঠিত হয়।
# সাদিক মামুন স্টাফ রিপোর্টার কুমিল্লা ৩/৫/২২
Last Updated on May 3, 2022 4:14 pm by প্রতি সময়