ফুলেল শ্রদ্ধা, আলোচনা আর সাংস্কৃতিক পরিবেশনায় ১৬১তম জন্মবার্ষিকীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলো কুমিল্লাবাসী।
আজ রবিবার (৮ মে) ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকীতে সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত হৃদয়ে রবীন্দ্রনাথ ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আফজাল হোসেন প্রমুখ।
পরে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় কালচারাল কমপ্লেক্সের সহসভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরী, নজরুল পরিষদের সম্পাদক অশোক কুমার বড়ুয়া, বিনয় সাহিত্য পরিষদের মোতাহার হোসেন মাহবুবসহ জেলা শিল্পকলার শিল্পীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নজরুল ইন্সটিটিউটের পক্ষ থেকে আল-আমীন ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ডা. মল্লিকা বিশ্বাসের নেতৃত্বে সংগঠনের সদস্যরা হৃদয়ে রবীন্দ্রনাথ ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।
সকাল সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে কবিগুরুর জন্মবার্ষিকীর আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কুমিল্লায় আগমন ও অবস্থান এবং তার সাহিত্য জীবনের ওপর আলোকপাত করে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
এদিকে আজ রবিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে জাতীয় বরীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা জেলা শাখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ঘিরে আলোচনা, আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করবে। জাতীয় বরীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের সকলকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন।
Last Updated on May 8, 2022 2:52 pm by প্রতি সময়