আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নগরীর দক্ষিন চর্থা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মরহুম মনু মিয়া খন্দকার চেয়ারম্যানের সুযোগ্য পুত্র কাউছার খন্দকার ১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র
সংগ্রহ করেছেন।
বুধবার (১১ মে) বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারীর নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় কাউন্সিলর প্রার্থী কাউছার খন্দকার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লাগেনি। এই ওয়ার্ডের বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে।
আমি এই ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। অতীতে এই ওয়ার্ডের গরীব-দুঃখি মানুষের পাশে ছিলাম, আগামীতেও তাদের পাশে থাকবো।
আমি ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
এসময় ১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগ,যুব লীগ, ছাএলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Last Updated on May 11, 2022 8:37 pm by প্রতি সময়