অবশেষে প্রকাশ পেয়েছে দেশের বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’।ছোটবেলা থেকেই ক্রিকেটপাগল আসিফ নিজের জীবনীগ্রন্থের নামকরণেও রেখেছেন ক্রিকেট সম্পৃক্ততা।
রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে শনিবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটি নিয়ে আসিফ বলেন, ‘যারা সত্য পছন্দ করে তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করে এবং গোপনে কাজ করে তাদের সমস্যা।’
আসিফ বলেন, ‘সত্যের মুখোমুখি হতে ভয় পাইনি কখনো। আমি জানতাম, জীবনীগ্রন্থ প্রকাশ হলে অনেক কঠিন সত্য প্রকাশ করতে হবে। সেসব সত্য কখনো কখনো আমার নিজের বিরুদ্ধেও চলে যাবে। তবুও আমি চেয়েছি আমার জীবনের, আমার ক্যারিয়ারের সব সত্য কথাগুলোই প্রকাশিত হোক। সেই চাওয়া থেকেই এই বই প্রকাশ।’
সূচনা বক্তব্যে শহীদ মাহমুদ জঙ্গি বলেন, ‘জীবনীগ্রন্থ লেখা কঠিন কাজ। কারণ, জীবনীগ্রন্থে সত্যি কথা বলতে হয়। সে সত্যি কখনো কখনো অন্যের কিংবা নিজের বিরুদ্ধেও চলে যায়। সত্যি গ্রহণের জন্য মানসিক প্রস্তুতিও থাকতে হয়।
বইটির লেখক সোহেল অটল বলেন, ‘আকবর ফিফটি নট আউট‘ লিখতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অবশেষে বইটি প্রকাশ পেল। বইতে অনেক ঘটনা ও তথ্য অনেকের বিরুদ্ধে চলে যেতে পারে। আশা করব, সত্যকে সহজভাবে গ্রহণ করার মতো সাবালকত্বের প্রমাণ রাখবেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রকাশক নাজমুল হুদা রতন জানান, রকমারিসহ সব অনলাইন প্লাটফর্মেই বইটি পাওয়া যাবে। এ ছাড়া বইটির ইংরেজি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে।
‘আকবর ফিফটি নট আউট’ বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। চব্বিশ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইয়ের গায়ে দাম রাখা হয়েছে ৬২৫টাকা।
Last Updated on May 16, 2022 3:16 pm by প্রতি সময়