কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. মোক্তার হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন স্থানে তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তবে কারা এবং কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আহত সাংবাদিক মোক্তার হোসেনের পরিবার জানিয়েছেন, আজ সোমবার বিকালে উপজেলা সদরে বাজারে যাওয়ার সময় ৪-৫ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিত মোক্তার হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে ও কপালে আঘাতে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে এ্যাপোলো প্লাস প্রাইভেট হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
সাংবাদিক মোক্তারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সকল সাংবাদিক এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সকল সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।তারা ঘটনার কারণ উদঘাটন ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ।
Last Updated on May 16, 2022 7:53 pm by প্রতি সময়