কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে দৈনিক ভোরের কাগজের সম্পাদক, প্রকাশসহ ৫জনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার।তিনি জানান, কুমিল্লা সিটি করেপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে গত ১৫ মে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন, কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে আদালতে দশ কোটি টাকার মানহানি মামলা করেছেন আরফানুল হক রিফাত।
মামলার বাদী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার না করায় এ মামলা করা হয়েছে। এই অপপ্রচার কুমিল্লার জনগণ মেনে নেবে না। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে।
এসময় আদালতে উপস্থিত ছিলেন কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান প্রমুখ আইনজীবীগণ।
Last Updated on May 17, 2022 4:55 pm by প্রতি সময়