কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তারা কুমিল্লা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগরীর ১ নং ওয়ার্ডের বিষ্ণুপুর দক্ষিণ পাড়া এলাকায় বুধবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সংঘর্ষের নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
সংঘর্ষের বিষয়ে কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের আবুল হোসেন ছোটন বলেন, বুধবার রাতে প্রচারকালে জামায়াত সমর্থিত প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার লোকজন আমার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় আমার চার কর্মী লাজিম হোসেন,দিদার হোসেন, পলিন ও জাকির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আজ থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
এদিকে পাল্টা অভিযোগ এনে কাউন্সিলর প্রার্থী কাজী গোলাম কিবরিয়া বলেন, ‘নির্বাচনি প্রচারের সময় রাতে ছোটনের কর্মী-সমর্থকদের হামলায় আমার অন্তত ৮ জন অনুসারী আহত হয়েছেন। নির্বাচন কমিশনকে ঘটনা লিখিত জানিয়েছি।