কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুনীূতির অভিযোগ এনেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচিত হলে সাক্কুর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন তিনি।
রিফাতের এমন অভিযোগের জবাবে মনিরুল হক সাক্কু ইংরেজি ভাষা প্রয়োগ করে বলেছেন, ‘রিফাত হো আর ইউ’? উনি কি জজ ? সরকার না প্রধানমন্ত্রী। গায়ের জোর বেশি থাকলে স্টেডিয়ামে আসুক। আসেন কোথায় মারপিঠ করবেন, ঘোষণা দিয়ে আসেন। সীমা মনোনয়ন পেলে রিফাত তো আমার পিছে থাকতো। সীমাকে ফেল করাতে।
শুক্রবার সকালে নগরীর জাঙ্গালিয়া এলাকায় পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
এ সময় অভিযোগের তীর ছুড়েন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর দিকে।রিফাত বলেন, সাক্কু দুর্নীতিবাজ। সিটি করপোরেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। সৎ হলে তথ্যপ্রমাণ নিয়ে টাউন হল মাঠে বসুক সাক্কু। এ চ্যালেঞ্জ ছুড়ে দেন রিফাত।
এদিকে একইদিন নগরীর ২০ নং ওয়ার্ডের উনাইসার মোড়ে পথসভা করেছেন মনিরুল হক সাক্কু। আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে বসবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দুর্নীতি করলে তা দেখার জন্য সংশ্লিষ্ট সংস্থা আছে। আরফানুল হক রিফাত আমার বিচার করার কে?
Last Updated on June 3, 2022 6:32 pm by প্রতি সময়