কুমিল্লার সাহিত্য সংস্কৃতি অঙ্গণে একটি পরিচিত মুখ ফখরুল হুদা হেলাল। একাধারে তিনি একজন কবি, নাট্যকর্মী ও সংগঠক। নগর কবির অভিধা পাওয়া সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয় ফখরুল হুদা হেলাল গত ২২ এপ্রিল চলে গেলেন না ফেরার দেশে।
কবি ফখরুল হুদা হেলালের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে তাঁর স্মরণে নিউজ পোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা সাহিত্য বিভাগের জন্য ‘ভালো থেকো যেখানেই থাকো’ শিরোনামে কবিতা লিখেছেন কবি, সংগঠক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
প্রিয় কুমিল্লার নগর কবি
আজ আর কেউ করবে না ফ্রেমে বন্দী
কেউ বলবে না এসো কবি চা খাবে।
অন্ধকারে আলো খুঁজতে এবং তোমার
একাকিত্বের কষ্ট উপলব্ধি করতে
আর কারো প্রয়োজন নেই।
পরম মমতায় দু’চোখ বুজে
বিশাল শরীরের ভঙ্গুরতায় তুমি হবে না মলিন,
কষ্টে থাকবে তোমার ভালবাসা আর কবিতা।
তুমি রবে উজ্জ্বল স্মরণে, মৃত্তিকা-আঁচলে,
সবুজ গাছের পাতায় পাতায়
হৃদয়ের জলে সিক্ত ঘাসে
ঋতুর পালা বদলে।
তুমি আছো তুমি থাকবে
মুগ্ধ পাঠক শুভার্থীর ভালবাসা শ্রদ্ধায়।
সতীর্থের আক্ষেপে তোমার কবিতা
দেবে সান্তনা,
ভালো থেকো যেখানেই থাকো
এটুকুই আজ আমার প্রার্থনা।
Last Updated on June 4, 2022 6:11 pm by প্রতি সময়