প্রতীকি ছবি:
প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছে প্রেমিকা।দাবী একটাই। বিয়ে করতে হবে।প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করার আশ্বাসে শারীরিক সম্পর্ক।এর পর বিয়ের প্রস্তাব দিলে প্রেমিকের গরিমসি আর অভিভাবকের মত নেই ছুঁতো তুলে এড়িয়ে যাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত উপায় খুঁজে না পেয়ে প্রেমিকের বাড়িতে ঘরের ভেতরেই নাওয়া-খাওয়া ছেড়ে পুরোদমে অনশন চলছে প্রেমিকার।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে।স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে সমাধানের চেষ্টা করছেন।
জানা গেছে,জল্লা ইউনিয়নের কারফা গ্রামের রবি রায়ের ছেলে পলাশ রায়ের সঙ্গে একই জেলার আগৈলঝাড়া উপজেলার কলেজ পড়ুয়া ছাত্রীর মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়।দীর্ঘদিনের প্রেম পরিণত হয় শারীরিক সম্পর্কে।প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে পলাশ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। পরে বিয়ের জন্য বললে টালবাহানা শুরু করে তার সাথে দুরত্ব সৃষ্টি করে।
প্রেমিকার অভিযোগ, প্রেমের পুরো বিষয়টি তার পরিবার জানে।উপায় না পেয়ে সে ৫ আগষ্ট থেকে প্রেমিক পলাশের বাড়িতে বিয়ের দাবী নিয়ে অবস্থান করে অনশন পালন করছে। পলাশ তাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে মেনে নিলেই তবে অনশন ভঙ্গ করবে। নচেৎ পলাশের বাড়িতেই মরবে।
এদিকে স্থানীয়রা গত দুইদিন ধরে বিষয়টি সমাধানের পথ খুঁজে মিটমাটের চেষ্টা করছেন।আর উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেছেন এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 11, 2020 8:10 am by প্রতি সময়