কুমিল্লা জেলা জজশীপে ও ম্যাজিস্ট্রেসিতে কর্মরত সকল বিচারকগণের অংশগ্রহণে আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আতাবুল্লাহ্। তিনি তার বক্তব্যে বিষয় ভিত্তিক এ কর্মশালার গুরুত্ব তুলে ধরে বিচারকগণের দায়িত্ব ও ভূমিকার বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মো. রফিকুল ইসলাম, স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) এফ.এম. শেফায়েত ছালাম।
কর্মশালায় আইনগত সহায়তা সেবার মান উন্নয়নে এবং সহজীকরণে বিচারকগণের ভূমিকা, দায়িত্ব, কর্তব্য এবং বিচারপ্রার্থী জনগণের প্রতি বিচারকগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
Last Updated on June 29, 2022 8:31 pm by প্রতি সময়