জনসম্মুখে কুমিল্লার এমপি রাজি ফখরুল থাপ্পড় মারলেন উপজেলা চেয়ারম্যানকে। জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঘুষি মারেন কুমিল্লা ৪ আসনের(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।
কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে শনিবার (১৬ জুলাই) বিকালে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপনের নাম ঘোষণা করেন জেলা সেক্রেটারি। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কিল-ঘুষি মারতে থাকেন। বর্তমানে আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয়।তবে তার সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাদাত হোসেন শিমুল রাতে বলেন,ওনি মাথায় ও কানে প্রচন্ড আঘাত পেয়েছেন। এখন ওনার ট্রিটমেন্ট চলছে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ওই ঘটনার জের ধরে এখানে কোনো প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত রয়েছি।
Last Updated on July 17, 2022 1:47 am by প্রতি সময়