বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলার আওতাধীন সকল উপজেলা, কলেজ ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে চলমান কার্যক্রম হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক জেলার আওতাধীন সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হল।
বিলুপ্ত ইউনিট সমূহকে চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ১৫ দিনের মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের তথ্যফরম সংগ্রহ করার নির্দেশনার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ জানানো হয়।
Last Updated on July 26, 2022 11:15 pm by প্রতি সময়