কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখা।
সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হলেন- আবুবক্কর সিদ্দিক, তাহেরা আক্তার খানম, আব্দুল খালেক, ওয়ালীউল্লাহ, প্রদীপ কুমার রায়, মোছলেহ উদ্দিন, আ হ ম সিদ্দিক হোসেন, গোলাম আক্বও, ওয়ালী উল্লাহ।
মুরাদনগর উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও শুশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য গাজীউল হক চৌধুরী সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, হিরাকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুররহমান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, তেমুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শওকত জামান দুলন, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল জলিল, পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুবায়ের আহম্মেদ প্রমুখ।
Last Updated on August 1, 2022 8:42 pm by প্রতি সময়