শিল্প-সাহিত্য মানুষকে চিন্তাশীলতার ভেতর দিয়ে নতুন চেতনার পথ দেখা। নিউজপোর্টাল ‘প্রতিসময়’ এর শিল্প-শিক্ষা-সাহিত্য বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকের আয়োজনে এ বিভাগে কবিতা নিয়ে যুক্ত হয়েছেন সাংবাদিক সংগঠক সাদিক মামুন।
তোমাদের ওপর ছিলো আমার
বিশ্বাস আস্থা ভরসা।
আশা ছিলো তোমাদের নিয়ে
এগিয়ে যাবো
জয়ের রথে চরে
নতুন স্বপ্ন বিনির্মাণে
বিশ্বাসে ভরা হৃদয় আমার
তুলে দিয়েছিলেম
তোমাদের হাতে,
ঘাতকের মতো বরাবরই
আঘাত করলে পেছন হতে।
স্বপ্নে আঘাত করা
তোমরা যারা বিশ্বাস নিয়ে
করেছো খেলা,
উপড়ানো গাছের গুড়ির মতো
পড়ে থাকবে রাস্তার পাশে
কিংবা টিকে থাকবে কোনো
জরাজীর্ণ ভবনে পরগাছা হয়ে।
আমার সরলতা আমার বিশ্বাস
অনুভূতিতে সদাজাগ্রত,
আমি আছি আমি থাকবো
ভালোলাগা ভালোবাসার
মানুষের অন্তরে।
Last Updated on August 4, 2022 11:49 pm by প্রতি সময়